মেয়েদের রাত দখল – দ্রোহের আনন্দোৎসবের চার মাস
‘জাস্টিস ফর অভয়ার’ নামে গত চারমাস ধরে চলা যাবতীয় রাজনৈতিক কাদা-ছোঁড়াছুঁড়ির নাটক দেখে ক্লান্ত আমাদের বোঝা দরকার নারীসুরক্ষা, পুরুষতন্ত্র এবং অভয়ার মৃত্যু এগুলো ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সামাজিক দায়িত্ব এটা অন্যদের বোঝানো যে, আরজিকর, জয়নগর, যাত্রাগাছি, কুলতলিসহ অগুনতি অভয়ার ধর্ষণ এক- একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। পৌরুষের স্পর্ধা যতদিন নারীশরীরের দিকে লালসার থাবা বাড়িয়ে থাকবে, ততদিন এই আন্দোলন চলবে। আসলে এই দ্রোহের উৎসবটি একটি লম্বা কর্মসূচী যার শুরু আছে, শেষ নেই।
by সরিতা আহমেদ | 25 December, 2024 | 114 | Tags : Reclaim the night- Four months Against patriarchy Movement